নিয়োগ বিজ্ঞপ্তি
******************
দেশের সর্ববৃহৎ বেসরকারী বিমান প্রতিষ্ঠান
”ইউ-এস বাংলা এয়ারলাইন্সে” “এম.টি. অপারেটর (ড্রাইভার)”
পদে জরুরী ভিত্তিতে কিছু সংখ্যক লোক নিয়োগ দেয়া হবে।
প্রার্থীদের যোগ্যতা নিম্নে উল্লেখ করা হলঃ
*******************************************
· প্রার্থীদের অবশ্যই বৈধ পেশাদার ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে
· কমপক্ষে পাঁচ বছরের গাড়ি চালানোর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে
· শিক্ষাগত যোগ্যতাঃ এস এস সি বা সমমান। যোগ্য প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য
· বয়সঃ সর্বোচ্চ ৪০ বছর। যোগ্য প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য
· এম.টি. অপারেটর হিসেবে যে কোন এয়ারলাইন্সে কাজ করার অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে
· হেভী লাইসেন্সধারীদের অগ্রাধিকার দেয়া হবে
· প্রার্থীদের অবশ্যই জাতীয় পরিচয় পত্র/পাসপোর্ট থাকতে হবে
· প্রার্থীদের সংশ্লিষ্ট এলাকার চেয়ারম্যান/কমিশনারের প্রত্যয়ন পত্র থাকতে হবে
কর্মস্থলঃ
***********
· হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকা
বেতন ও অন্যান্য সুবিধাঃ
******************************
· ভারী লাইসেন্সঃ জয়েনিং- ২০,৫০০/- এবং ছয়মাস পরে শিক্ষানবিসকাল (প্রবেশন পিরিয়ড)শেষে ২২,০০০/- টাকা প্রতি মাস
· মাঝারী লাইসেন্সঃ জয়েনিং- ১৯,০০০/-এবং ছয়মাস পরে শিক্ষানবিসকাল (প্রবেশন পিরিয়ড)শেষে ২০,০০০/- টাকা প্রতি মাস
· হালকা লাইসেন্সঃ জয়েনিং- ১৭,০০০/-এবং ছয়মাস পরে শিক্ষানবিসকাল (প্রবেশন পিরিয়ড)শেষে ১৮,০০০/- টাকা প্রতি মাস
· ডিউটি শিডিউল অনুযায়ী সকালের নাস্তা/দুপুরের খাবার/রাতের খাবার প্রদান করা হবে
· উৎসব ভাতা ও অন্যান্যঃ কোম্পানির নিয়ম অনুযায়ী প্রদান করা হবে
আবেদনের নিয়মাবলীঃ
***************************
আগ্রহী প্রার্থীদেরকে পুর্নাঙ্গ জীবনবৃত্তান্ত, লাইসেন্সের কপি, দুই কপি পাসপোর্ট সাইজের ছবি এবং জাতীয় পরিচয় পত্র/পাসপোর্ট এর কপি সহ
এইচ আর ডিপার্টমেন্ট, ইউ-এস বাংলা এয়ারলাইন্স লিমিটেড,
সপ্তম তলা, বাসাঃ ০১, রোডঃ ০১, সেক্টরঃ ০১,
ঢাকা-১২৩০, উত্তরা
বরাবর এই ঠিকানায় আবেদন করতে অনুরোধ করা যাচ্ছে। খামের উপরে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে।
আবেদন করার শেষ তারিখ ডিসেম্বর ১১, ২০২১।
__________________________________________________________________________
বিঃ দ্রঃ ইউএস-বাংলা এয়ারলাইন্সে নিয়োগের ক্ষেত্রে কোন পর্যায়েই কাউকে কোন ধরনের ব্যাংক ড্রাফট বা টাকা প্রদানের দরকার হয়না। চাকুরী প্রত্যাশীদের সব ধরনের আর্থিক লেনদেন হতে বিরত থাকার জন্য অনুরোধ করা হল। শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের সাক্ষাৎকার এর জন্য ডাকা হবে।যেকোনো ধরনের সুপারিশ/রেফারেন্স প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে।