ঘরে বসে অনলাইনে আয় করার মতো ১০টি কাজ
মহামারীর ফলে এখন অনেক প্রতিষ্ঠান তাদের কর্মীদেরকে স্থায়ী বা অস্থায়ীভাবে কর্মবিরতিতে পাঠাচ্ছে। ফলে অনেক নারীই বেকার হয়ে পড়েছেন। একইসাথে কর্মহীন অনেকেই বাসায় থাকার সময়টা কাজে লাগানোর উপায় খুঁজছেন।
আজকের লেখায় অনলাইনে আয় করার জন্যে ১০টা কাজের ব্যাপারে আলোচনা করা হবে। এই দশটা কাজের সবগুলি করতে গেলে আপনাকে ফ্রিল্যান্সিং সাইটে অ্যাকাউন্ট খুলতে হবে না।
#১. ব্লগিং
আপনার শখ যদি হয় লেখালেখি করা, তাহলে ব্লগিং এর মাধ্যমে আয় করতে পারেন। তবে এর জন্য কিছুটা ধৈর্য্য আর বিনিয়োগের প্রয়োজন হবে। প্রথমে বিভিন্ন ব্লগিং সাইটে গিয়ে আপনি অভিজ্ঞতা অর্জন করতে পারেন। অনেক ব্লগিং সাইটে স্পন্সরড পোস্ট লেখার সুযোগ থাকে। বিভিন্ন প্রতিষ্ঠান বা পণ্যের জন্য লিখে সেখান থেকে আপনি তখনই আয় শুরু করতে পারেন। পরবর্তীতে নিজের একটা ব্লগিং সাইট খুলে সেখানে বিভিন্ন প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে পারেন।
#২. কনটেন্ট রাইটিং
দেশি-বিদেশি অনেক প্রতিষ্ঠানই নির্দিষ্ট বিষয়ের ওপর কন্টেন্ট লেখার বিনিময়ে টাকা দিয়ে থাকে। আপনাকে শুধুমাত্র ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী লিখে যেতে হবে। একটা সময় আপনার বেশ কিছু কন্টেন্ট ছাপা হলে আপনি সেগুলি নিজের পোর্টফোলিওতে সংযুক্ত করে বড় বড় প্রতিষ্ঠানে কাজের জন্যে আবেদন করতে পারেন।
.
#৩. টিউটরিং
যেকোনো বিষয়ে আপনার দক্ষতা থাকলে তা অন্যদেরকে শেখানোর মাধ্যমে আপনি আয় করা শুরু করতে পারেন। যারা আপনার কাছ থেকে শিখবে, তেমন মানুষদেরকে যদি নিজে নিজেই জোগাড় করতে পারেন, তাহলে নিজেই উদ্যোগ নিয়ে নিন। ফেসবুক কিংবা এই ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যমেই তাদেরকে শেখানো শুরু করে দিতে পারেন।
.
#৪. জরিপে অংশ নেয়া
ওয়াইসার্ভে, ইওরসার্ভে, সার্ভেজাঙ্কির মতো অনেক সার্ভে সাইট রয়েছে। এইসব সাইটে গিয়ে বিভিন্ন জরিপের কাজে সাহায্য করে টাকা আয় করা শুরু করতে পারেন। প্রাথমিক অবস্থায় বিভিন্ন জরিপে অংশ নেয়ার মাধ্যমেই আপনি আয় করা শুরু করতে পারেন। প্রতিটা সার্ভেতে অংশ নিলে ৩ থেকে ৫ ডলার পর্যন্ত আয় করতে পারবেন।
.
#৫. ভার্চুয়াল অ্যাসিস্টেন্সি
অনেকেই নিজেদের অনলাইনের বিভিন্ন কাজ করার জন্যে ভার্চুয়াল অ্যাসিস্টেন্ট নিয়োগ দিয়ে থাকেন। আবার দুর্গম অনেক এলাকায় কাজ করার জন্যেও ভার্চুয়াল অ্যাসিস্টেন্সির প্রয়োজন হয়। কাজ অনুসারে এই চাকরি করার জন্যে আপনার কিছু যোগ্যতার প্রয়োজন হবে। তবে সময়ের সাথে সাথে অভিজ্ঞতা অর্জন করতে পারলে আপনি ভালো পরিমাণে অর্থ আয় করতে পারবেন।
.
#৬. ইউটিউব চ্যানেল খোলা
বর্তমানে অনেকেই নিজেদের ইউটিউব চ্যানেল খুলে আয় করার চেষ্টা করছেন। তবে ব্যাপারটা আসলে খুব একটা সহজ না। ইউটিউব চ্যানেল খোলা অনেক সহজ হওয়াতে এই ক্ষেত্রে প্রতিযোগিতা অনেক বেশি। তবে আপনার যদি ভ্লগ (ভিডিও ব্লগিং) বা তথ্য ভিত্তিক বিভিন্ন কন্টেন্ট তৈরি করার দিকে আগ্রহ থাকে, তাহলে ইউটিউব কন্টেন্ট তৈরি করা শুরু করে দিতে পারেন।
.
#৭. ডেটা এন্ট্রি
একটা সময় ডেটা এন্ট্রির চাকরির অনেক চাহিদা ছিল। তবে সময়ের সাথে সাথে এই কাজ কম্পিউটারের ওপর নির্ভর হয়ে যাওয়াতে এখন এর চাহিদা কমে এসেছে। তবে অনেক প্রতিষ্ঠানই স্পর্শকাতর বিষয়গুলি মানুষদের দিয়ে করাতে চান। সেইসব প্রতিষ্ঠানের জন্যে কাজ করতে পারলে আপনি শুরুতেই ভালো পরিমাণ টাকা আয় করতে পারবেন।
#৮. গ্রাফিক ডিজাইনিং এবং ওয়েব ডেভেলপমেন্ট
কোডিং এর উপরে আপনার আগ্রহ থাকলে ওয়েব ডেভেলপমেন্ট শেখা শুরু করতে পারেন। নির্দিষ্ট একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উপরে ভিত্তি করে প্রথমে ওয়েব ডেভেলপমেন্টের একটা এরিয়া ঠিক করুন। তারপরে নিয়মিত প্র্যাকটিস করতে থাকলে অল্প দিনের মধ্যেই আপনি দক্ষ হয়ে উঠবেন।
অন্যদিকে আর্ট বা শিল্পের দিকে ঝোঁক থাকলে গ্রাফিক ডিজাইনিং শেখা শুরু করতে পারেন। ছবির ফর্ম, রঙ, আয়তন, মাপ ইত্যাদি সম্পর্কে ধারণা থাকলে আপনার জন্যে কাজ করাটা সহজ হয়ে উঠবে। ওয়েব ডেভেলপমেন্ট অথবা গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করা বিভিন্ন ফার্মে আপনি কাজ করে নিজের ক্যারিয়ার শুরু করতে পারেন। এরপরে ধীরে ধীরে এই বিষয়ে দক্ষ হয়ে উঠলে নিজেই একটা প্রতিষ্ঠান খুলতে পারবেন।
.
#৯. কন্টেন্ট এডিটিং
বেশকিছু অনলাইন সাইটে গেলে আপনি কন্টেন্ট এডিটিং এর কাজ পাবেন। তবে বেশিরভাগ ক্ষেত্রেই এই ধরনের কাজ ইংরেজি কন্টেন্টের জন্যেই পাওয়া যায়। তাই আপনি যদি ইংরেজিতে দক্ষ হয়ে থাকেন, তাহলে কন্টেন্ট এডিটিং এর উপরে ক্যারিয়ার গড়ার ভালো সুযোগ আছে আপনার সামনে। এই কাজ করার সময় বিভিন্ন আর্টিকেল থেকে শুরু করে বই পর্যন্ত এডিট করা লাগতে পারে আপনার।
.
#১০. অডিও ট্রান্সক্রিপশন
অনেক প্রতিষ্ঠানই অডিও ট্রান্সক্রিপশনিস্টের চাকরি দিয়ে থাকে। এই চাকরিতে মিনিট ভিত্তিতে কাজ করার মাধ্যমে আপনি টাকা আয় করতে পারেন। কাজের অন্যান্য ক্ষেত্রের মতো ট্রান্সক্রিপশনিস্টের চাকরিতেও দক্ষতার ভিত্তিতে আপনার আয় বাড়তে থাকবে।
তবে ফ্রিল্যান্সার হতে চাইলে এই সাইটগুলিতে গিয়ে কাজের সুযোগ খুজতে পারেন:
আপওয়ার্ক (https://www.upwork.com)
ফিভার (https://www.fiverr.com)
অ্যাকুয়েন্ট (https://aquent.com)
ক্রাউডেড (https://www.crowded.com)
নেক্সট (https://www.nexxt.com)
ফ্রিল্যান্সার (https://www.freelancer.com)
ফ্লেক্সজবস (https://www.flexjobs.com)
পিপল পার আওয়ার (https://www.peopleperhour.com)
নিচে উল্লেখিত ১০টা কাজ ছাড়াও এই সাইটগুলি থেকে নিজের পছন্দ অনুসারে কাজ ঠিক করতে পারেন। প্রথমে কোন কাজটা আপনার জন্যে সবচেয়ে উপযুক্ত মনে হয়, তা বেছে নিন। এরপরে ঘরে বসেই আয় করা শুরু করে দিন।
এখানে আলোচিত কাজগুলি বাদেও দক্ষতার ভিত্তিতে অনলাইনে বিভিন্ন কাজ করতে পারেন। আপনি যেসব বিষয়ে দক্ষ, সেইসব বিষয়ের সাথে মিল রেখে কাজ খোঁজা শুরু করে দিন। কোনো কাজের ক্ষেত্রে দক্ষ না হলেও শুধুমাত্র আগ্রহ থাকলে আপনি খুব কম সময়ের মধ্যেই দক্ষ হয়ে উঠতে পারেন। সেজন্যে ফ্রি এবং পেইড, দুই ধরনের প্রশিক্ষণই অনলাইনে দেয়া হয়। তাই দেরি না করে আজই ঠিক করে ফেলুন, ঘরে বসে কীভাবে টাকা আয় করতে চান।
Disclaimers : jobcirculars ডাইরেক্টলি চাকরি দেয়না। এটা বাংলাদেশের সকল জব সার্কুলারগুলো আপনার সামনে নিয়ে আসে। অতঃপর, সেই সার্কুলার অনুসারে, আপনার যোগ্যতা অনুযায়ি, আপনাকে নিজেই আবেদন করতে হবে। চাকরি পাওয়ার ব্যপারে এই ওয়েবসাইট কোন প্রকার সহযোগিতা করেনা, করবেওনা । মনে রাখবেন - jobcirculars is one of the top job listing website in Bangladesh. বাণিজ্য মেলায় বিক্রয়কর্মী নিয়োগdhaka international trade fair 2019,dhaka international trade fair 2018 stall list,dhaka international trade fair paragraph,dhaka international trade fair 2018 map,dhaka international trade fair time schedule,dhaka international trade fair 2018 job circular,dhaka international trade fair 2016 stall list, part time job , part time job at Dhaka,dhaka international trade fair 2018 job circular,dhaka international trade fair jobs 2018,fair job circular,dhaka international trade fair 2019 job circular,ditf 2018 job circular, banijjo mela job 2018,ditf 2018 circular,banijjo mela 2018 offerDATUM Architecture ,Job অভিজাত জব আদমজী ইপিজেড জব আড়ং জব নিউ ইউ এস বাংলা এয়ারলাইন্স ইস্টার্ন ব্যাংক ইস্টার্ন ব্যাংক জব এইচ এস সি পাশ জব এইচ এস সি ২০১৮ রুটিন এম সি সি লিমিটেড জব এস এস সি পাশ সরকারি জব গ্রিন ভিউ রিসোর্ট এন্ড কনভেনশন সেন্টার জবইন ব্যাংক টেলিটক জব ডেটাম আর্কিটেকচার (DATUM Architecture) সার্কুলার ডেটাম আর্কিটেকচার সার্কুলার পরিক্ষার রুটিন পানি উন্নয়ন বোর্ড জব বসুন্ধরা সিটিতে জব বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি বানিজ্য মেলা জব বানিজ্য মেলার চাকরি বানিজ্য মেলা সার্কুলার বানিজ্য মেলায় চাকরি বানিজ্য মেলা ২০১৮ নিয়োগ বিনা অভিজ্ঞতায় জব ব্যাংক এশিয়া জব সার্কুলার ব্র্যক এ নিয়োগের সার্কুলার ভিভো মোবাইল জব মোবাইল কোম্পানিতে জব মোবাল জব মোল্লাকান্দি লালমিয়া পাইলট হাই স্কুল অ্যান্ড কলেজে যমুনা ফিউচার পার্ক জব রবি জব রবিতে চাকরি বাকরি রবিতে জব রবি মোবাইলে সার্কুলার রিসেপশনিস্ট নিয়োগ সিংগার জব স্কুল এন্ড কলেজ এ জব হোটেল জব , bank job, result , latest bank job.
ঘরে বসে অনলাইনে আয় করার মতো ১০টি কাজ |
মহামারীর ফলে এখন অনেক প্রতিষ্ঠান তাদের কর্মীদেরকে স্থায়ী বা অস্থায়ীভাবে কর্মবিরতিতে পাঠাচ্ছে। ফলে অনেক নারীই বেকার হয়ে পড়েছেন। একইসাথে কর্মহীন অনেকেই বাসায় থাকার সময়টা কাজে লাগানোর উপায় খুঁজছেন।
আজকের লেখায় অনলাইনে আয় করার জন্যে ১০টা কাজের ব্যাপারে আলোচনা করা হবে। এই দশটা কাজের সবগুলি করতে গেলে আপনাকে ফ্রিল্যান্সিং সাইটে অ্যাকাউন্ট খুলতে হবে না।
আপনার শখ যদি হয় লেখালেখি করা, তাহলে ব্লগিং এর মাধ্যমে আয় করতে পারেন। তবে এর জন্য কিছুটা ধৈর্য্য আর বিনিয়োগের প্রয়োজন হবে। প্রথমে বিভিন্ন ব্লগিং সাইটে গিয়ে আপনি অভিজ্ঞতা অর্জন করতে পারেন। অনেক ব্লগিং সাইটে স্পন্সরড পোস্ট লেখার সুযোগ থাকে। বিভিন্ন প্রতিষ্ঠান বা পণ্যের জন্য লিখে সেখান থেকে আপনি তখনই আয় শুরু করতে পারেন। পরবর্তীতে নিজের একটা ব্লগিং সাইট খুলে সেখানে বিভিন্ন প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে পারেন।
#২. কনটেন্ট রাইটিং
দেশি-বিদেশি অনেক প্রতিষ্ঠানই নির্দিষ্ট বিষয়ের ওপর কন্টেন্ট লেখার বিনিময়ে টাকা দিয়ে থাকে। আপনাকে শুধুমাত্র ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী লিখে যেতে হবে। একটা সময় আপনার বেশ কিছু কন্টেন্ট ছাপা হলে আপনি সেগুলি নিজের পোর্টফোলিওতে সংযুক্ত করে বড় বড় প্রতিষ্ঠানে কাজের জন্যে আবেদন করতে পারেন।
.
#৩. টিউটরিং
যেকোনো বিষয়ে আপনার দক্ষতা থাকলে তা অন্যদেরকে শেখানোর মাধ্যমে আপনি আয় করা শুরু করতে পারেন। যারা আপনার কাছ থেকে শিখবে, তেমন মানুষদেরকে যদি নিজে নিজেই জোগাড় করতে পারেন, তাহলে নিজেই উদ্যোগ নিয়ে নিন। ফেসবুক কিংবা এই ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যমেই তাদেরকে শেখানো শুরু করে দিতে পারেন।
.
#৪. জরিপে অংশ নেয়া
ওয়াইসার্ভে, ইওরসার্ভে, সার্ভেজাঙ্কির মতো অনেক সার্ভে সাইট রয়েছে। এইসব সাইটে গিয়ে বিভিন্ন জরিপের কাজে সাহায্য করে টাকা আয় করা শুরু করতে পারেন। প্রাথমিক অবস্থায় বিভিন্ন জরিপে অংশ নেয়ার মাধ্যমেই আপনি আয় করা শুরু করতে পারেন। প্রতিটা সার্ভেতে অংশ নিলে ৩ থেকে ৫ ডলার পর্যন্ত আয় করতে পারবেন।
.
#৫. ভার্চুয়াল অ্যাসিস্টেন্সি
অনেকেই নিজেদের অনলাইনের বিভিন্ন কাজ করার জন্যে ভার্চুয়াল অ্যাসিস্টেন্ট নিয়োগ দিয়ে থাকেন। আবার দুর্গম অনেক এলাকায় কাজ করার জন্যেও ভার্চুয়াল অ্যাসিস্টেন্সির প্রয়োজন হয়। কাজ অনুসারে এই চাকরি করার জন্যে আপনার কিছু যোগ্যতার প্রয়োজন হবে। তবে সময়ের সাথে সাথে অভিজ্ঞতা অর্জন করতে পারলে আপনি ভালো পরিমাণে অর্থ আয় করতে পারবেন।
.
#৬. ইউটিউব চ্যানেল খোলা
বর্তমানে অনেকেই নিজেদের ইউটিউব চ্যানেল খুলে আয় করার চেষ্টা করছেন। তবে ব্যাপারটা আসলে খুব একটা সহজ না। ইউটিউব চ্যানেল খোলা অনেক সহজ হওয়াতে এই ক্ষেত্রে প্রতিযোগিতা অনেক বেশি। তবে আপনার যদি ভ্লগ (ভিডিও ব্লগিং) বা তথ্য ভিত্তিক বিভিন্ন কন্টেন্ট তৈরি করার দিকে আগ্রহ থাকে, তাহলে ইউটিউব কন্টেন্ট তৈরি করা শুরু করে দিতে পারেন।
.
#৭. ডেটা এন্ট্রি
একটা সময় ডেটা এন্ট্রির চাকরির অনেক চাহিদা ছিল। তবে সময়ের সাথে সাথে এই কাজ কম্পিউটারের ওপর নির্ভর হয়ে যাওয়াতে এখন এর চাহিদা কমে এসেছে। তবে অনেক প্রতিষ্ঠানই স্পর্শকাতর বিষয়গুলি মানুষদের দিয়ে করাতে চান। সেইসব প্রতিষ্ঠানের জন্যে কাজ করতে পারলে আপনি শুরুতেই ভালো পরিমাণ টাকা আয় করতে পারবেন।
#৮. গ্রাফিক ডিজাইনিং এবং ওয়েব ডেভেলপমেন্ট
কোডিং এর উপরে আপনার আগ্রহ থাকলে ওয়েব ডেভেলপমেন্ট শেখা শুরু করতে পারেন। নির্দিষ্ট একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উপরে ভিত্তি করে প্রথমে ওয়েব ডেভেলপমেন্টের একটা এরিয়া ঠিক করুন। তারপরে নিয়মিত প্র্যাকটিস করতে থাকলে অল্প দিনের মধ্যেই আপনি দক্ষ হয়ে উঠবেন।
অন্যদিকে আর্ট বা শিল্পের দিকে ঝোঁক থাকলে গ্রাফিক ডিজাইনিং শেখা শুরু করতে পারেন। ছবির ফর্ম, রঙ, আয়তন, মাপ ইত্যাদি সম্পর্কে ধারণা থাকলে আপনার জন্যে কাজ করাটা সহজ হয়ে উঠবে। ওয়েব ডেভেলপমেন্ট অথবা গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করা বিভিন্ন ফার্মে আপনি কাজ করে নিজের ক্যারিয়ার শুরু করতে পারেন। এরপরে ধীরে ধীরে এই বিষয়ে দক্ষ হয়ে উঠলে নিজেই একটা প্রতিষ্ঠান খুলতে পারবেন।
.
#৯. কন্টেন্ট এডিটিং
বেশকিছু অনলাইন সাইটে গেলে আপনি কন্টেন্ট এডিটিং এর কাজ পাবেন। তবে বেশিরভাগ ক্ষেত্রেই এই ধরনের কাজ ইংরেজি কন্টেন্টের জন্যেই পাওয়া যায়। তাই আপনি যদি ইংরেজিতে দক্ষ হয়ে থাকেন, তাহলে কন্টেন্ট এডিটিং এর উপরে ক্যারিয়ার গড়ার ভালো সুযোগ আছে আপনার সামনে। এই কাজ করার সময় বিভিন্ন আর্টিকেল থেকে শুরু করে বই পর্যন্ত এডিট করা লাগতে পারে আপনার।
.
#১০. অডিও ট্রান্সক্রিপশন
অনেক প্রতিষ্ঠানই অডিও ট্রান্সক্রিপশনিস্টের চাকরি দিয়ে থাকে। এই চাকরিতে মিনিট ভিত্তিতে কাজ করার মাধ্যমে আপনি টাকা আয় করতে পারেন। কাজের অন্যান্য ক্ষেত্রের মতো ট্রান্সক্রিপশনিস্টের চাকরিতেও দক্ষতার ভিত্তিতে আপনার আয় বাড়তে থাকবে।
তবে ফ্রিল্যান্সার হতে চাইলে এই সাইটগুলিতে গিয়ে কাজের সুযোগ খুজতে পারেন:
আপওয়ার্ক (https://www.upwork.com)
ফিভার (https://www.fiverr.com)
অ্যাকুয়েন্ট (https://aquent.com)
ক্রাউডেড (https://www.crowded.com)
নেক্সট (https://www.nexxt.com)
ফ্রিল্যান্সার (https://www.freelancer.com)
ফ্লেক্সজবস (https://www.flexjobs.com)
পিপল পার আওয়ার (https://www.peopleperhour.com)
নিচে উল্লেখিত ১০টা কাজ ছাড়াও এই সাইটগুলি থেকে নিজের পছন্দ অনুসারে কাজ ঠিক করতে পারেন। প্রথমে কোন কাজটা আপনার জন্যে সবচেয়ে উপযুক্ত মনে হয়, তা বেছে নিন। এরপরে ঘরে বসেই আয় করা শুরু করে দিন।
এখানে আলোচিত কাজগুলি বাদেও দক্ষতার ভিত্তিতে অনলাইনে বিভিন্ন কাজ করতে পারেন। আপনি যেসব বিষয়ে দক্ষ, সেইসব বিষয়ের সাথে মিল রেখে কাজ খোঁজা শুরু করে দিন। কোনো কাজের ক্ষেত্রে দক্ষ না হলেও শুধুমাত্র আগ্রহ থাকলে আপনি খুব কম সময়ের মধ্যেই দক্ষ হয়ে উঠতে পারেন। সেজন্যে ফ্রি এবং পেইড, দুই ধরনের প্রশিক্ষণই অনলাইনে দেয়া হয়। তাই দেরি না করে আজই ঠিক করে ফেলুন, ঘরে বসে কীভাবে টাকা আয় করতে চান।
Disclaimers : jobcirculars ডাইরেক্টলি চাকরি দেয়না। এটা বাংলাদেশের সকল জব সার্কুলারগুলো আপনার সামনে নিয়ে আসে। অতঃপর, সেই সার্কুলার অনুসারে, আপনার যোগ্যতা অনুযায়ি, আপনাকে নিজেই আবেদন করতে হবে। চাকরি পাওয়ার ব্যপারে এই ওয়েবসাইট কোন প্রকার সহযোগিতা করেনা, করবেওনা । মনে রাখবেন - jobcirculars is one of the top job listing website in Bangladesh. বাণিজ্য মেলায় বিক্রয়কর্মী নিয়োগdhaka international trade fair 2019,dhaka international trade fair 2018 stall list,dhaka international trade fair paragraph,dhaka international trade fair 2018 map,dhaka international trade fair time schedule,dhaka international trade fair 2018 job circular,dhaka international trade fair 2016 stall list, part time job , part time job at Dhaka,dhaka international trade fair 2018 job circular,dhaka international trade fair jobs 2018,fair job circular,dhaka international trade fair 2019 job circular,ditf 2018 job circular, banijjo mela job 2018,ditf 2018 circular,banijjo mela 2018 offerDATUM Architecture ,Job অভিজাত জব আদমজী ইপিজেড জব আড়ং জব নিউ ইউ এস বাংলা এয়ারলাইন্স ইস্টার্ন ব্যাংক ইস্টার্ন ব্যাংক জব এইচ এস সি পাশ জব এইচ এস সি ২০১৮ রুটিন এম সি সি লিমিটেড জব এস এস সি পাশ সরকারি জব গ্রিন ভিউ রিসোর্ট এন্ড কনভেনশন সেন্টার জবইন ব্যাংক টেলিটক জব ডেটাম আর্কিটেকচার (DATUM Architecture) সার্কুলার ডেটাম আর্কিটেকচার সার্কুলার পরিক্ষার রুটিন পানি উন্নয়ন বোর্ড জব বসুন্ধরা সিটিতে জব বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি বানিজ্য মেলা জব বানিজ্য মেলার চাকরি বানিজ্য মেলা সার্কুলার বানিজ্য মেলায় চাকরি বানিজ্য মেলা ২০১৮ নিয়োগ বিনা অভিজ্ঞতায় জব ব্যাংক এশিয়া জব সার্কুলার ব্র্যক এ নিয়োগের সার্কুলার ভিভো মোবাইল জব মোবাইল কোম্পানিতে জব মোবাল জব মোল্লাকান্দি লালমিয়া পাইলট হাই স্কুল অ্যান্ড কলেজে যমুনা ফিউচার পার্ক জব রবি জব রবিতে চাকরি বাকরি রবিতে জব রবি মোবাইলে সার্কুলার রিসেপশনিস্ট নিয়োগ সিংগার জব স্কুল এন্ড কলেজ এ জব হোটেল জব , bank job, result , latest bank job.